প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন স্ত্রী। কথা বলার সময় অন্যমনস্ক হয়ে বসে পড়েন একজোড়া সাপের উপর। এ সময় সাপের ছোবলে মৃত্যু হয় সেই নারীর।
বুধবার (১১ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরখপুরের রিয়াও গ্রামে। আর অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনাটি জানা গেছে এনডিটিভির প্রতিবেদন থেকে।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড প্রবাসী স্বামী জয় সিং যাদবের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন গীতা। তখন একজোড়া সাপ ঘরে ঢুকে বিছানায় আশ্রয় নিয়েছিল। কথা বলতে বলতে গীতা ঘরে ঢুকে সাপ দুটিকে খেয়াল না করে বিছানায় বসে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে সাপে কামড় দেয়। কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান।
পরিবারের অন্যান্য সদস্যরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে তার ঘরে গিয়ে বিছানায় সাপ দু’টিকে দেখতে পান। তখন ক্রুব্ধ প্রতিবেশীরা পিটিয়ে সাপ দু’টিকে মেরে ফেলে।