ঈদের তৃতীয় দিনেও, স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছাড়ছেন রাজধানী। আবার, জীবন জীবিকার প্রয়োজনে ফিরতেও শুরু করেছেন অনেকে। সড়কপথে যানজট কম থাকলেও, এখনো বিলম্বে রয়েছে ট্রেনের পশ্চিমাঞ্চলের শিডিউল। ঢাকা তার চিরচেনা রূপে ফিরতে আরো দুয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
বুধবার (১৪ আগস্ট) ভোরে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কেউ ঢাকা ফিরছেন, কেউবা যাচ্ছেন বাড়িতে। দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ৩৯ জোড়া ট্রেন যাওয়া আসা করবে।
তবে রেলপথের যাত্রায় এখনো রয়ে গেছে ভোগান্তি। ট্রেন ফিরছে ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে। পরিবার পরিজনের সঙ্গে কাটানো সুন্দর সময়ের আবেশ এখনো কাটেনি। কিন্তু, ঈদের সরকারি ছুটি শেষ হওয়ায় ফিরতে হচ্ছে নগরবাসীকে।
সড়কপথের যাত্রীরা জানালেন স্বস্তির কথা।
আর কয়েকদিনের মাঝেই আবারো কর্মব্যস্ত নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ।