ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
মঙ্গলবার (০৬ আগস্ট) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ তাদের স্বাক্ষ্য গ্রহণ করেন। এ নিয়ে মামলায় ৯২ জন স্বাক্ষীর মধ্যে আদালতে ৮০ জন স্বাক্ষ্য দিলেন।
এর আগে মামলার অভিযুক্ত ১৬ আসামিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয়। পরে তাদের উপস্থিতিতে চলে স্বাক্ষ্য গ্রহণ কার্যক্রম। মামলায় আজ পিবিআই এর পরিদর্শক সন্তোষ কুমার চাকমার স্বাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।