সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে বিমান হামলায় অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, সরকারি বাহিনী অথবা রুশ বাহিনীর একটি জেট বিমান প্রদেশটির একটি আবাসিক এলাকা ও বাজারে দফায় দফায় বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইদিন, দেশটির হামায় বিদ্রোহী গোষ্ঠী তাকিফিরির রকেট হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।