এবার শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে তুরস্ক। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌগলু বলেন, রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড কেনার কারণে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে তার পাল্টা জবাব দেবে আঙ্কারা।
সোমবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তুরস্ক কখনোই কারও কাছে মাথা নত করবে না। তবে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড কেনার জেরে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না বলেও বিশ্বাস কাভুসৌগলুর।
চলতি মাসেই রশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড-এর প্রথম দফার চালান হাতে পেয়েছে আঙ্কারা। এরপরই তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান দেয়া হবে না বলে জানায় যুক্তরাষ্ট্র।