কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধিতে ফুল দিয়েছে বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষে শুক্রবার (১৯ জুলাই) সকাল থেকেই নুহাশপল্লীতে আসতে থাকেন তার ভক্ত ও অনুরাগীরা। পরে কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর লিচু তলায় তাঁর সামাধিতে তার স্বজন, হিমু পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরাও। তবে নুহাশপল্লীতে উপস্থিত ছিলেননা হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তার দুই ছেলে নিনিত ও নিশাদ। ২০১২ সালের ১৯ জুলাই মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ।