বাগেরহাটের রামপালে দ্বিতীয় পর্যায়ে নিবন্ধনকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে রামপাল উপজেলার গৌরম্ভা খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।
প্রথম দিন শতাধিক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়।
দ্বিতীয় পর্যায়ে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ৫শ’ কৃষকের কাছ থেকে মন প্রতি ১ হাজার ৪০ টাকা দরে ২৪০ মেট্রিকটন ধান ক্রয় করা হবে। এর আগে গত ১৪ মে একইভাবে ১৪৫ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছিল।