চাঁদে প্রথম নভোচারী অবতরণের ৫০তম বার্ষিকী আজ। ১৯৬৯ সালের ১৬ই জুলাই প্রথমবারের মতো চাঁদে পা রাখেন 'অ্যাপোলো-ইলেভেন' এর তিন ক্রু।
চার দিনব্যাপী ওই চন্দ্রাভিযানে প্রথমবারের মতো চাঁদে পা রাখেন মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং। একইসঙ্গে, পৃথিবীর ইতিহাসে এক বিরল কৃতিত্বের সাক্ষীও হন তিনি।
এদিকে 'অ্যাপোলো ইলেভেন' এর চন্দ্রাভিযানের ৫০তম বার্ষিকীতে আংশিক চন্দ্রগ্রহণ হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের রয়াল অ্যাস্ট্রনোমিকাল সোসাইটি। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে যুক্তরাজ্য থেকে আংশিক এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলেও জানায় তারা।