মাস্টারপ্ল্যান করার পর প্রকল্প হাতে নেয়া এবং মানসম্মত বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় ঢাকা কালিয়াকৈর রুটে ডেমু ট্রেনের পরিবর্তে অন্য ট্রেনের ব্যবস্থা করারও নির্দেশ দেন তিনি।
আজকের একনেক সভায় ৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ৩শ' ৪৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণ, ৬২ কোটি টাকা ব্যয়ে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সুবিধা স্থাপন প্রকল্প।