আফগানিস্তানে তালেবানের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
সোমবার (১৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রদেশের দারজাব এলাকায় যাত্রী বোঝায় একটি ট্রাক পৌঁছানো মাত্রই বোমাটির বিস্ফোরণ ঘটে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায় নি তালেবান।