চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে ৩-১ সেটে হারিয়ে উইম্বলডন টেনিসের পুরুষ এককের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার।
ম্যাচের শুরু থেকেই তুমুল লড়াই চলতে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। প্রথম সেটে সমানে সমান লড়াই চালান দুজনই। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে নাদালকে হারিয়ে শেষ পর্যন্ত ৭-৬ এ সেট জিতে এগিয়ে যান ফেদেরার।
দ্বিতীয় সেটে নাদালের কাছে পাত্তাই পাননি ফেদেরার। ৬-১ এ সেট জিতে ১-১ এ সমতায় ফেরে ম্যাচে উত্তেজনার আভাস দেন নাদাল।
তবে তৃতীয় সেটে আবারও ৬-৩ গেমের জয় দিয়ে ২-১ ব্যবধানে লিড নেন এ সুইস তারকা।
চতুর্থ সেটে লড়াই করলেও ফেদেরারের কাছে ৬-৪ এ হেরে সেমি থেকেই বিদায় ঘটে নাদালের।
দারুণ জয়ে রেকর্ড ১২তম বারের মত উইম্বলডন ফাইনালে নিজের অংশগ্রহণ নিশ্চিত করেন রজার ফেদেরার।
রোববার (১৪ জুলাই) উম্বলডনের ফাইনালে র্যাংকিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন ফেদেরার।