কোপা আমেরিকায় শুভসূচনা করেছে ব্রাজিল। কৌতিনিয়োর জোড়া গোলে উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। বাকী গোলটি করেন বদলি হিসেবে নামা এভারটন। ১৯৫০ বিশ্বকাপে 'মারকানাজ্জো' বিপর্যয়ের ৬৯ বছর পর আবারও সাদা জার্সিতে মাঠে নামে ব্রাজিল।
অচেনা অচেনা লাগছে? এটা আবার কেমন ব্রাজিল। সাদা জার্সি। তাহলে জানতে হবে ইতিহাস। ৬৯ বছর পর আবারো সাদা জার্সি গায়ে জড়ালো সেলেসাওরা। ১৯৫০ বিশ্বকাপে মারকানাজ্জো বিপর্যয়ের পর এ সাদা পোশাকটা তুলে রেখেছিলো সাম্বার দেশ। একশ বছর আগে এ জার্সিতেই প্রথম কোপা আমেরিকা জিতেছিল সেলেসাওরা। শতবর্ষ আগের সুখস্মৃতি ফিরিয়ে আনতেই হয়ত সাদা জার্সিতে রঙিন ফুটবল উপহার দিতে চায় ব্রাজিল।
সাও পাওলোতে শুরু। কোপা আমেরিকা ৪৬তম আসর। ঘরের মাঠে প্রথম ম্যাচেই বলিভিয়ার মুখোমুখি নেইমারবিহীন ব্রাজিল। শুরু থেকে আক্রমণাত্মক স্বাগতিকরা। ব্যস্ত করে তোলে বলিভিয়ার রক্ষণ। প্রথম ১০ মিনিটেই আসে দু'টি দারুণ সুযোগ। কিন্তু দেখেনি সাফল্যের মুখ। প্রথমার্ধে নিশানা বাজিতে বারবার ব্যর্থ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে শেষ হয় অপেক্ষা। রিচার্লিসনের শট ঠেকাতে গিয়ে হাতে লাগে বলিভিয়ার আদ্রিয়ান জুসিনোর। ভি আর দেখে পেনাল্টির বাঁশি রেফারির। স্পট কিকে ভুল করেননি কৌতিনিয়ো। উদযাপনে মাতে তিতের শিষ্যরা।
ডেডলক ভাঙার পরই যেন পথ খুঁজে পেয়ে যায় ব্রাজিল। তিন মিনিট পর আবারো উল্লাসে ভাসে সেলেসাওরা। আবারো কৌতিনিয়ো। ফিরমিনোর ক্রস থেকে হেডে দারুণ নিশানাবাজী।
২-০ তে এগিয়ে থাকা ব্রাজিল সুযোগই দেয়নি বলিভিয়াকে। বল দখলটাও রেখেছে নিজেদের কাছে। ম্যাচের ৮৫ মিনিটে আবারো লাতিন ফুটবলশৈলী। বদলি হিসেবে নেমেই স্কোরলাইন ৩-০ করেন এভারটন।
শুরুটা দারুণভাবেই করলো তিতের শিষ্যরা। নেইমারকে ছাড়া সহজেই জিতল আলভেস, জেসুসরা। ঘরের মাঠে আয়োজিত কোপা কখনো নিরাশ করেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে এবার নিতে হছে চ্ভিণ্নরকম চ্যালেঞ্জ । ইনজুরির কারণে খেলতে পারছেন না নেইমার। সবশেষ ২০০৭ সালে কোপা জিতেছিল ব্রাজিল। ফলে দীর্ঘ শিরোপা খরাও এবার কাটাতে মরিয়া দলটি। দারুণ শুরু দিয়ে সে পথে একধাপ এগিয়ে গেলো তিতের দল।