বন্দর নগরী চট্টগ্রামে রোববার (২৬ মে) শেষ হচ্ছে ঈদের অগ্রিম টিকেট বিক্রি। কাঙ্ক্ষিত টিকেট পেতে স্টেশনে দেখা গেছে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
শেষ দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৯টি কাউন্টার থেকে প্রধান ৪টি রুটের ১০টি ট্রেনের টিকেট দেয়া হয়। পাশাপাশি চাঁদপুরগামী আরো দু'টি বিশেষ ট্রেনের টিকেটও দেয়া হয় এসব কাউন্টার থেকে। দীর্ঘ ১৮ থেকে ২০ ঘণ্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকেট পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা।
তবে অ্যাপস এর মাধ্যমে টিকেট কাটতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছে টিকেট প্রত্যাশীরা। এদিকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে টিকেট সরবরাহ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। ৩৯ সে.