দক্ষিণ আফ্রিকায় ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩২ জন।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে ডারবানে আকস্মিক বন্যায় ভূমিধস হলে হতাহতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে।
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্যার ফলে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।