আগামী বছর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা জানিয়েছেন পিসিবি'র চেয়ারম্যান এহসান মানি। এ জন্য পাকিস্তান ক্রিকেট লিগ পিএসএল'কে দেখছেন সেরা মাধ্যম হিসেবে। শুধু তাই না। বেশকিছু কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান। সেই সাথে তিনি দাবি করেছেন বিশ্বের যে কোন দেশের তুলনায় পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য এখন নিরাপদ।
২০০৯ সালে লাহোরের শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পর থেকেই এক রকম দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে যায় পাকিস্তান। ঐ ঘটনার ১০ বছর পেরিয়েছে। এবার উঠে পরে লেগেছে পিসিবি। যেভাবেই হোক দেশের মাটিতে ফেরাবে তারা আন্তর্জাতিক ক্রিকেট।এরই অন্যতম মাধ্যম পাকিস্তান ক্রিকেট লিগ পিএসএল আসরকে কাজে লাগাতে চায় পিসিবি। ২০২০ সালের পিএসএলের পুরো আসরের ভেন্যু হিসেবে ব্যবহার করতে চায় তারা।
এ জন্য পিসিবি'র চেয়ারম্যান এহসান মানি দেশটির সরকার ও নিরাপত্তা উন্নয়নে নিরলশ কাজ করে যাচ্ছে।
এহসান মানি বলেন, দেখুন বিশ্বের যে কোন দেশের তুলনায় পাকিস্তানে ক্রিকেটের পরিবেশ এখন নিরাপদ। পিএসএলে তো অনেক নামিদামি বিদেশী তারকা ক্রিকেটাররা খেলছেন। তাই পিসিবি বড় পরিসরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে প্রস্তুত।
এদিকে, পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামগুলো নতুন পরিসরে সাজানো হচ্ছে বলে জানান এহসান মানি ।
তিনি বলেন, আমাদের স্টেডিয়াম গুলোর অবকাঠামো উন্নয়নে আমরা বেশ গুরুত্ব দিয়েছি । এই যেমন করাচি স্টেডিয়ামের জন্য বিলিয়ন রুপি ব্যয় করেছি। সেই সঙ্গে গাদ্দাফি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারে দেড় মিলিয়ন ইউ এস ডলার খরচ করেছি।
সবশেষ ২০১৭ সালে লাহোরে, পাকিস্তান সুপার লিগ পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেই সাথে করাচিতে ৮টি ম্যাচ আয়োজন করা হয়। যেখানে নামিদামি বিদেশি তারকারা অংশ নেয়। তাই আগামী ২০২০ সালে ক্রিকেটকে ফিরিয়ে আনার পরিকল্পনা পিসিবির। এখন দেখার কতোটা এই উদ্যোগে সফল হয় পাকিস্তান।