সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
সোমবার (১১ ফেব্রুয়ারি) হাঙ্গেরি সফরের সময় তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে ওয়াশিংটন। খাশোগি হত্যাকাণ্ড ধামাচাপা নয় বরং তার দেশ দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান পম্পেও। গত বছরের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।
হত্যার জন্য সৌদি শীর্ষ কর্মকর্তাদের দায়ী করে একাধিক প্রতিবেদন দেয় জাতিসংঘসহ আন্তর্জাতিক তদন্ত দল। এর আগে, একাধিক মার্কিন সিনেটর অভিযোগ করে বলেন, খাশোগি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।