কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোহাম্মদ শরীফ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. নাসির উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মী, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।