চট্টগ্রামের মীরসরাইয়ে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ যাত্রী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন শিশুসহ অন্তত ৪ জন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই দিয়ে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। এ সময় নিজামপুর কলেজের কাছে পৌঁছালে দ্রতগতির কাভার্ড ভ্যান হঠাৎ করেই ব্রেক করে। এতে পেছন থেকে মাইক্রোবাসটি কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই চালকসহ মারা যান ৩ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইক্রোবাস থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় দুই শিশুসহ চার যাত্রীকে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।