ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে আবারো বসবে ফেনীর সীমান্তহাটের বাজার। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাগলনাইয়া উপজেলার সীমান্তহাট দরবার হলে দু'দেশের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ছাগলনাইয়া উপজেলার সীমান্তহাট দরবার হলে দু'দেশের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুননেসা শিউলী। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ দাস। সভায় সীমান্তহাটে এক পক্ষীয় বাণিজ্যনীতির সমালোচনা করে ৭ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ।
আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়। ভারতের অসম বাণিজ্যনীতির অভিযোগ তুলে গত বছরের ২৭শে ডিসেম্বর থেকে ৭ দফা দাবিতে সীমান্তহাট বর্জন করেন বাংলাদেশি ব্যবসায়ীরা।