ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে উত্তরায় গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি।
প্রথমে আতিকুল ইসলাম স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরখানের শাহ কবির মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে প্রচারণা শুরু করেন। এসময় তার সঙ্গে ব্যবসায়ী নেতারা যোগ দেন। গণসংযোগের পাশাপাশি কয়েকটি নির্বাচনী বৈঠকে অংশ নেন আতিকুল ইসলাম।
প্রচারণায় ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষভাবে উত্তর সিটি কর্পোরেশনে তুলনামূলক অবহেলিত এলাকা হিসেবে উত্তরখান ও দক্ষিণখানে অগ্রাধিকার ভিত্তিকে কাজ করা হবে বলে জানান আতিকুল ইসলাম।