বিভিন্ন গাড়িতে তেল বিক্রিতে ওজনে কম দেয়ার অভিযোগে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালাচ্ছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর এলেনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এ অভিযান শুরু হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল বিক্রির সময় ওজনে কম দেয়ার প্রমাণ পান। এরপর তারা অভিযান চালান রাজধানীর কল্যাণপুরের কয়েকটি পেট্রোল পাম্পে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিএসটিআই-এর পরিচালক আনোয়ার হোসেন। অনিয়মের প্রমাণ পাওয়া পাম্পগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। ওজন কম দেয়ার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিএসটিআই।