ট্যানারি বর্জ্যে পরিবেশ দূষণের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। সোমবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও -এ পিকেএসএফ এর আয়োজনে 'গণমানুষের কণ্ঠস্বর: বাংলাদেশে ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন জোরদারকরণ' সেমিনারে তিনি এ কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, সারাদেশের ভরাট হয়ে যাওয়া নদী খাল আবারো খনন করা হবে। স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান বলেন, নৈতিকতা সৃষ্টি করা না গেলে এসডিজি বাস্তবায়ন ফলপ্রসূ হবেনা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেয়া পদক্ষেপ ও করণীয় আলোচনা করা হয়।