যশোর, ঝিনাইদহ, সাভারের পর রংপুরেও বাণিজ্যিকভাবে ফুলচাষে আগ্রহী হচ্ছেন অনেকে। বেড়েছে ফুলের বাজার। সারা বছর ফুল উৎপাদন, বিপণন ও বাজারজাত করে ভালো আয়ের পথ পেয়েছেন অনেকে। চলতি মাসে তিনটি গুরুত্বপূর্ণ দিবস সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ফুলচাষী ও দোকানিদের।
ভ্যালেন্টাইন ডে, পহেলা ফাল্গুন আর শহীদ দিবস। এই ফেব্রুয়ারি মাসে ভিন্ন ভিন্ন আবেগে-আবহে পালিত হয় দিনগুলো। শোক-শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশে ফুল যখন সবচেয়ে ভালো মাধ্যম তখন এর বাণিজ্যিক বিষয়টিও সামনে আসে। চাহিদার সঙ্গে ভালো ব্যবসার আশা থেকে প্রস্তুতি চলছে ফুলের দোকানগুলোতে।
ফুলচাষ এখন জনপ্রিয় হয়ে উঠেছে এক সময়ের দারিদ্র ক্লিষ্ট উত্তর জনপদে। ফুল চাষ করে শুধু পরিবারের সচ্ছলতা নয়, ভাগ্যও বদলে গেছে অনেকের। শুধু ভ্যালেন্টাইন ডে-তে ১২ লাখ টাকার ব্যবসা হবে একেক জন ফুল ব্যবসায়ী বা ফুলচাষির।
সাম্প্রতিক এক জরিপে ছোট বড় শতাধিক ফুল ব্যবসায়ী ও ফুল চাষির পরিসংখ্যান পাওয়া গেছে। দিন দিন এই সংখ্যা বৃদ্ধির কথাই বলছে কৃষি বিপণন বিভাগ।
রংপুর জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা হাসান সারোয়ার বলেন, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ফুলের ব্যবহার বাড়ছে। এ প্রেক্ষাপটে রংপুর অঞ্চলের শস্য বহুমুখীকরণের যে ধারণা সেখানে ফুল বেশ ভালো একটি ফসল হিসেবে আবির্ভূত হতে পারে।
বলতে গেলে ফুলের প্রতি অনুরাগ আছে বলে, এই ফুলই এখন অসংখ্য মানুষের রুটি-রুজি। ফুলই ভাগ্য ফেরানোর উপলক্ষ।