কর্মব্যস্ত নারীদের কর্মস্থলে যাওয়ার আগে প্রতিদিন সকালে মেকআপের জন্য বাড়তি সময় বের করে নিতে যদিও বেশ কষ্ট হয়। তবে সকাল বেলা আয়নার সামনে মাত্র পাঁচ মিনিট ব্যয় করেও পেতে পারেন পরিপূর্ণ মেকআপ। অবাক হচ্ছেন নিশ্চয়ই! তবে জেনে নিন কয়েকটি কৌশল-
১. কাজে ব্যস্ত থাকায় ভুলেই গিয়েছিলেন আপনার চুল তৈলাক্ত হয়ে আছে? ড্রাই শ্যাম্পু আছে তো!
২. প্রাইমার ও ময়েশ্চারাইজার হিসেবে আপনি সানস্ক্রীন ক্রিম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রাইমারের জন্য ত্বকে দু’বার সানস্ক্রীন ব্যবহার করবেন।
৩. কাজল শুষ্ক হয়ে গেলে আগুনের আঁচে সামান্য সময় রাখুন, এটা মসৃণ ও আরো গাঢ় হয়ে যাবে।
৪. ভ্রু ভরাট করতে মাসকারা ব্যবহার করুন।
৫. লিপস্টিক দীর্ঘ সময় ঠোঁটে রাখতে ব্যবহারের পর ঠোঁটে টিস্যু চেপে ধরে তার পর হালকা পাউডার লাগিয়ে দিন।
৬. ঠোঁটে গ্লোসি ভাব আনতে হালকা আই শ্যাডো ব্যবহারের পর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন।
৭. ফেস কন্টোরিং করতে মুখের দু’পাশে '3' আঁকুন। তারপর একটি ব্লাশন ব্রাশ দিয়ে পাউডারের সাহায্য তা ব্লেন্ড করে নিন।
৮. যদি ব্রাশ বা বিউটি ব্লেন্ডার না থাকে তবে মুখে চাপ দিয়ে দিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন।
৯. নেইলপলিশ দীর্ঘস্থায়ী রাখতে নখে তা ব্যবহারের আগে সামান্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।
১০. যদি চুল স্টাইলের সময় না থাকে তবে হেয়ার সেরাম ব্যবহার করে তা সেট রাখতে পারবেন।
১১. নেইলপলিশ ব্যবহারের ১৫ মিনিট আগে ফ্রিজে রাখুন। দেখবেন নেইল পলিশেল রঙ গাঢ় দেখাবে সেইসঙ্গে তা অনেক মসৃণ হয়ে যাবে।
মাত্র পাঁচ মিনিটের এই বিউটি হ্যাকগুলো প্রত্যেক নারীরই প্রয়োজন পড়ে। এগুলো জেনে রাখলে অল্প সময়েই আপনার মেকআপ সম্পন্ন হবে।