বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী তৈরি পোশাক খাতের মেশিন ও পণ্য নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী।
পোশাক শিল্পের আধুনিকায়নে প্রয়োজনীয় উন্নতমানের সেলাই, নকশা, কাটিং, ডায়িংসহ বিভিন্ন মেশিন নিয়ে ‘গার্মেন্টেক বাংলাদেশ’ এবং বিভিন্ন ধরনের প্যাকেজিং ও এক্সেসরিজ পণ্য নিয়ে ‘গ্যাপেক্সপো ২০১৯’ নামে আলাদা দুটি প্রদর্শনী হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়।
সোমবার (১৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খাতের শিল্প মালিকদের সংগঠনের সভাপতি আব্দুল কাদের খান বলেন, এবারের প্রদর্শনীগুলোতে দেশী বিদেশী মিলে সাড়ে ৬শ'র বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শন কেন্দ্র।