আগামী তিন বছরের মধ্যে ১০ লাখ অভিবাসী নেবে কানাডা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে নতুন এ পরিকল্পনার ঘোষণা দেয়া হয়।
দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, গেল বছর ২ লাখ ৮৬ হাজার অভিবাসীকে কানাডার নাগরিকত্ব দেয়া হয়েছে। চলতি বছর সেটা সাড়ে তিন লাখ হতে পারে। এছাড়াও ২০২০ ও ২১ সালে যথাক্রমে ৩ লাখ ৬০ হাজার এবং ৩ লাখ ৭০ হাজার অভিবাসীকে দেশটির নাগরিকত্ব দেয়া হবে। কানাডার শ্রমশক্তিকে আরও সংহত করতেই অভিবাসী নেয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়