চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানের সঙ্গে দীর্ঘ ১৭ বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষে চীন সফর করছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লা মহিব।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় আফগানিস্তানের দীর্ঘ মেয়াদি স্থিতিশীলতার জন্য চীনের সহযোগিতা চান হামদুল্লা মহিব। পারস্পরিক সমঝোতার অংশ হিসেবে আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আফগানিস্তানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য চীন দেশটির পাশে থাকবে বলেও জানান তিনি।