ksrm
JoyBD odhikarnews sonargaonuniversity niet
আপডেট
১২-১২-২০১৮, ২০:২৫

বিএনপি নেতা ‘খন্দকার মোশাররফ’র সঙ্গে ‘আইএসআই কর্মকর্তা’র ফোনালাপ ফাঁস

mosharaf
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক ব্যক্তির ফোনালাপ হাতে পাওয়ার দাবি করেছে থাইল্যান্ড ভিত্তিক নিউজ পোর্টাল এশিয়ান ট্রিবিউন। তাদের দাবি, মেহমুদ নামের ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) কর্মকর্তা।  এশিয়ান ট্রিবিউনের দাবি, ৭ মিনিটের ফোনালাপটির বিষয়ে তাদের কাছে তথ্যপ্রমাণ আছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সাহায্য করার জন্য আইএসআই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ফোনালাপে দাবি করেন মেহমুদ নামের ওই ব্যক্তি। ফাঁসকৃত ফোনালাপে নির্বাচনে বিএনপিকে জয়ী করতে আইএসআই'র কাছে খন্দকার মোশাররফকে  সাহায্য চাইতে শোনা যায়। এজন্য একপর্যায়ে তিনি চীনকে ম্যানেজ করার জন্য মেহমুদের কাছে সাহায্য চান। মেহমুদ তার জবাবে জানান চীনের সঙ্গে বিএনপিকে সাহায্যের ব্যাপারে তাদের (আইএসআই) যোগাযোগ চলছে। বিএনপির এ নেতাকে আইএসআই'র বিশ্বস্ত বন্ধু বলে আখ্যায়িত করেন। খন্দকার মোশাররফও তাদের বন্ধু হয়েই থাকতে চান বলে মেহমুদকে আস্বস্ত করেন।   

ফোনালাপে এ বিষয়টি স্পষ্ট যে আগেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই এজেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন বিএনপির সিনিয়র এ নেতা।

দু'জনের ফোনালাপটি তুলে ধরা হল-

মোশাররফ: আসসালামু আলাইকুম ভাইজান।

মেহমুদ: আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন?


মোশাররফ: ভালো আছি। ধন্যবাদ।

মেহমুদ: অনেকদিন পর আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে।

মোশাররফ: জী, জী। আমার কথা মনে আছে! ওই যে শেষবার ইসলামাবাদের একটা হোটেলে আমাদের সাক্ষাৎ হয়েছিলো। 

মেহমুদ: হ্যাঁ, হ্যাঁ। এখন মনে পড়ছে।

মোশাররফ: হোটেলে আপনি একজন অতিথির সঙ্গে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে।

মেহমুদ: হ্যাঁ, হ্যাঁ। মনে পড়েছে।

মোশাররফ: কেমন আছেন আপনি? কোথায় আছেন?

মেহমুদ: আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন দুবাই আছি। যদি সম্ভব হয় এবং সময় পেলে আমার সঙ্গে দেখা করেন। আপনার সঙ্গে দেখা করা জরুরি।

মোশাররফ: অবশ্যই। আমি কিছু বলতে চাই। আমরা এখন বাংলাদেশে বেশ সমস্যার মধ্যে আছি। আমার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। একটি মামলায় আমার পাসপোর্ট জব্দ করা হয়েছে। আমি দেশের বাইরে যেতে পারছি না। এই হলো আমার অবস্থা।

মেহমুদ: আমার যতদূর মনে পড়ে আপনি আমাদের একজন এজেন্টের সঙ্গে দেখা করেছিলেন।

মোশাররফ: হ্যাঁ, আমি আপনাদের একজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম।

মেহমুদ: ঠিক আছে। তবে আমাদের সঙ্গে আপনার দেখা হওয়াটা জরুরি।

মোশাররফ: দেখা হলে তো ভালই হতো। তবে আমরা এখন ভীষণ সমস্যার মধ্যে আছি। এই বিপদ থেকে আপনারাই আমাদের উদ্ধার করতে পারেন। আপনারা সবই জানেন।

মেহমুদ: জ্বী, জ্বী।

মোশাররফ: আমার মনে হয় আপনি সবই জানেন।

মেহমুদ: আপনি বাংলাদেশে আমাদের একমাত্র প্রকৃত বন্ধু। আমরা আপনার সঙ্গে আমাদের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম।

মোশাররফ: আমি আপনাদের বন্ধু হিসেবেই থাকতে চাই। যদিও আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাত করাটা আমার পক্ষে এখন সম্ভব নয়। সেটি করতে পারলে উপকৃত হতাম। তবে আমি বাংলাদেশে আপনাদের এজেন্টের সঙ্গে সাক্ষাত করবো। আপনি সেটার খবর অবশ্যই পাবেন। আমি বলতে চাই, আপনারা যদি চীনকে ম্যানেজ করতে পারেন তবে এই নির্বাচনে আমরা ভালো ফল পেতে পারি।

মেহমুদ: অবশ্যই। আমরা চীনের বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছি। কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। আপনার সঙ্গে সরাসরি সাক্ষাত হলে আরো অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করা যেত। যাই হোক সেটি তো আর সম্ভব হচ্ছে না।

মোশাররফ: আপনারা চাইলে এখানে আমি আপনাদের যেকোনো লোকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারি। তবে আমার পক্ষে বিদেশে গিয়ে সাক্ষাৎ করাটা সম্ভব নয়। 

মেহমুদ: বুঝতে পেরেছি। তবে আপনি চিকিৎসা বা ওমরাহ করার বাহানায় বিদেশে আসতে পারলে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করা যেত। যাই হোক, আমাদের এজেন্ট আপনার সঙ্গে শীঘ্রই দেখা করে কথা বলবে।

মোশাররফ: হুমম। আপনাদের কোন দায়িত্বপ্রাপ্ত এজেন্ট যদি আমার সঙ্গে দেখা করে, তবে সেটি উত্তম হয়। সেক্ষেত্রে আমি আপনাদের এজেন্ট বা আপনাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবো।

মেহমুদ: অবশ্যই। আমারা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার। আপনি যা বললেন তা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো। আশা করি, বিভিন্ন ইস্যুতে আমরা এক সঙ্গে কাজ করবো। একই সঙ্গে আমরা বিভিন্ন সময়ে আমাদের এজেন্ট মারফত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আপনাদের জন্য কাজ করার ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রস্তুত।

মোশাররফ: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

মেহমুদ: আপনাকেও ধন্যবাদ। এখন আমাদের উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এসময় একে অপরকে সহায়তা করতে হবে। তবেই আমাদের মিশন সফল হবে ইনশাআল্লাহ।

মোশাররফ: আমরা যেটা অনুধাবন করতে পেরেছি যে, একে অপরকে সাহায্য করতে হবে। কারণ আমরা ভীষণ বিপদের মধ্যে আছি। আমাদের সাহায্য দরকার।

মেহমুদ: অবশ্যই, অবশ্যই। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। যেভাবেই হোক বিপদ থেকে উদ্ধার পেতে হবে। যেহেতু আপনি বলছেন সরাসরি সাক্ষাৎ সম্ভব নয়, তাই আমরা ভিন্ন কৌশল অবলম্বন করার চেষ্টা করছি। যদি কোনদিন সম্ভব হয় আপনার সঙ্গে দেখা হবে। 

মোশাররফ: অবশ্যই। আমি চেষ্টা করছি পাসপোর্ট ফিরে পেতে। পাসপোর্ট হাতে পেলেই আপনাদের সঙ্গে দেখা করবো।

মেহমুদ: জ্বী।

মোশাররফ: এবং আমি এখানে (ঢাকায়) আপনাদের এজেন্টের সঙ্গে দেখা করার চেষ্টা করবো।

মেহমুদ: অবশ্যই। ঢাকায় আমাদের এজেন্টের সঙ্গে আপনার সাক্ষাতের বিষয়টি আমরা দেখছি। এরপরও আপনার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ।

মোশাররফ: আমিও ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনি আমাকে আপনাদের পুরনো বন্ধু হিসেবে ভাবতে পারেন।

মেহমুদ: অবশ্যই। এজন্যই কিন্তু আপনার সঙ্গে আমি যোগাযোগ করেছি।

মোশাররফ: আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা আমাদের ভুলে যাবেন না। যার কারণেই কিন্তু আপনি আমার সঙ্গে যোগাযোগ করার সর্বাত্মক চেষ্টা করেছেন।

মেহমুদ: অবশ্যই, অবশ্যই।

মোশাররফ: আমি আপনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো। বন্ধুত্বের খাতিরে হলেও আমাদের মধ্যে যোগাযোগ থাকবে।

মেহমুদ: ইনশাআল্লাহ। আপনি এবং আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো।DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ
বর্ষসেরা ফুটবলার এমবাপ্পে স্টেডিয়াম নির্মাণে শেষ পর্যায়ের কাজ চলছে কাতারে বলিভিয়ায় মাঠেই মারা গেলেন রেফারি ইতালিয়ান ওপেনে শিরোপা জয় নাদালের পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ ব্রিটিশ রাজবধূর প্রাকৃতিক বাগান বিচারাধীন মামলার বিষয়ে খবর প্রকাশে ব্যাখ্যা আসছে: আইনমন্ত্রী ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার হাসপাতালে রোগীদের পচা-বাসি খাবার দেয়ার অভিযোগ রাজধানীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা পাকিস্তানি ক্রিকেটারের দুই বছরের মেয়ের মৃত্যু অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিপাকে বিআইডব্লিউটিএ ১৩ বার ডিম দিয়েও মা হতে পারেনি 'জুলিয়েট' দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর চিঠির তদন্তে বেরিয়ে এলো হাইকোর্টের ৩১টি জাল আদেশ এ টি এম শামসুজ্জামানকে কেবিনে স্থানান্তর ইফতারের পরপরই ডমিনোজ পিৎজার ভবনে আগুন রাজধানীতে টিকিট ছাড়া চলবে না কোনো গণপরিবহন ন্যায্য মূল্যে ধান কেনার বরাদ্দ বাড়ানোর দাবিতে মানববন্ধন চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' নিহত ১ সব ক্ষেত্রে বাবার নামের সঙ্গে মায়ের নাম কেন নয়: হাইকোর্ট রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ রূপপুর নিয়ে গণমাধ্যমের রিপোর্ট সঠিক হলে তা হবে ভয়ঙ্কর: এটর্নি জেনারেল ৩০ লাখ টাকার অবৈধ রেনু পোনাসহ আটক ৪ রূপপুরকাণ্ডে তদন্তে কেউ দোষী হলে ব্যবস্থা নেয়া হবে: তথ্যমন্ত্রী আদালতের নির্দেশ অমান্য করে এখনো বিক্রি হচ্ছে ৫২ পণ্য নারী ও শিশু নির্যাতনকারীদের শান্তি দাবিতে মানববন্ধন দিল্লিতে দু'দল দুর্বৃত্তের গোলাগুলিতে নিহত ২ ছবির নারীকে ধরিয়ে দিতে পুলিশের অনুরোধ তাজিকিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের দাঙ্গায় নিহত ৩২ মিশরে পর্যটকবাহী বাসে বিস্ফোরণে নিহত ১৬ ইদলিবে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা আসাদ বাহিনীর শপথ নিলেন ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের কুড়িগ্রামে গম ও ধান-চাল সংগ্রহ শুরু সুদানের বিরোধীদের সঙ্গে সামরিক কাউন্সিলের আলোচনা আবারো শুরু ইজিবাইক উল্টে কলেজছাত্র নিহত ঈদে যানজট নিরসনে চাঁদপুরে পুলিশের বিশেষ উদ্যোগ এবারও দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হলেন না রুহুল আমিন হাওলাদার বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে জাপানের সঙ্গে আড়াই বিলিয়ন ডলারের চুক্তি করছে বাংলাদেশ সরকারি চাল নিতে টাকা দিতে হচ্ছে জেলেদের! ফলে কেমিক্যাল প্রতিরোধে মনিটরিং টিম গঠনের নির্দেশ হাইকোর্টের নকল কসমেটিক: বসুন্ধরা শপিং মলে ৭ দোকানকে জরিমানা বুথ জরিপের ফল নিয়ে ভারতজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সর্ষের ভেতরের ভুতের ভয়ে ব্যাংকিং কমিশন করছেন না অর্থমন্ত্রী: মেনন রূপপুর নিয়ে প্রচারিত সংবাদ কাল্পনিক: পরমাণু শক্তি কমিশন এক মাসের মধ্যে রূপপুরের আসবাবপত্র ক্রয়ের তদন্ত রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট মির্জা ফখরুল সংসদে আসলে ভালো বিরোধী নেতৃত্ব গড়ে উঠতো: কাদের মেঘনা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ'র অভিযান লিগে শেষ ম্যাচে বার্সার ড্র, রিয়ালের হার পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে তিন পরিবর্তন টানা চার ম্যাচ পয়েন্ট হারালো রোনালদোরা, চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল নাপোলি 'ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার' এর ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত ঈদে যানজট এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উচ্ছেদ অভিযান শেষ বিশ্বকাপ নিয়েও বাড়তি আবেগ নেই মাশরাফির প্রথম ধাপে রাজশাহীর বাগানগুলো থেকে নামানো হয়েছে গুটি জাতের আম উৎসবে কদর কমে শাড়ির জাউ খেয়ে বেঁচে আছেন খালেদা জিয়া: রিজভী অপমানে আত্মহত্যা করা সুমাইয়ার পরিবারের দিন কাটছে আসামিদের হুমকিতে ধানের বাম্পার ফলনেও অখুশি কৃষক বালিশ-কেতলি উঠানোর খরচ শুনে হাসলেন বিচারপতিরা দারুণভাবে বিশ্বকাপের প্রস্তুতি সারলো ইংল্যান্ড মিলার বিরুদ্ধে মামলা করলেন সাবেক স্বামী রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে ঢাকায় ‘বালিশ বিক্ষোভ’ জঙ্গিদের কোনো দেশ-ধর্ম নেই: প্রধানমন্ত্রী গাড়ি ছিনতাইকারী চক্রের সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফারহানা অনিশ্চয়তা-উৎকণ্ঠায় কক্সবাজারের জেলেরা জোড়াতালি আর রঙের প্রলেপের লঞ্চে মৃত্যুফাঁদ! স্যানিটারি ন্যাপকিন ‘জয়া’র ব্রান্ড অ্যাম্বাসাডর নুসরাত ফারিয়া অভিমানে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম: রাব্বানী কৃষকের কাছ থেকে ধান কিনতে ডিসিকে নির্দেশ দিলেন মাশরাফি ২৮ মে ঈদের বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা কৃষকের কাছে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে ধান মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা রূপপুরে ‘বালিশ কাণ্ডে’ হাইকোর্টে রিট যে কারণে অনশন ভাঙলেন ছাত্রলীগের পদবঞ্চিতরা পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে অমানুষিক নির্যাতন মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি চট্টগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে চাঁদপুরে ক্লিনিক ভাঙচুর নারায়ণগঞ্জে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের ফসলের ন্যায্যমূল্যের দাবি রাজশাহীতে বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রত্যাশা পূরণের সম্ভাবনা কর্কটের, ব্যবসায়ে মন্দা মেষের পশ্চিমবঙ্গে পুনরায় ভোটগ্রহণের দাবি মেসিদের ম্যাচে ধারাভাষ্য দিলেন বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়া চুরি করে অন্য দেশের অধিবাসী, দায় পরে প্রবাসীদের ঘাড়ে প্রস্তুত পাটুরিয়া, ঈদে থাকছে অতিরিক্ত ফেরি মালয়েশিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন দুবাইয়ে চট্টগ্রাম সমিতির ইফতার মাহফিল শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা অনলাইনে নিবন্ধন করবেন যেভাবে চলছে জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশীপ হেলমুটের পাঠশালা আবারো সরব সিরিয়া'র সেরা ফুটবলরার রোনালদো সোয়ানের চ্যালেঞ্জটা এবার আলাদা এক নজরে এবারের লা লিগা মৌসুম বিদায় বলা ব্রাভোকে রিজার্ভে রাখলো উইন্ডিজ
আরও সংবাদ...
৬ হাজার টাকার এক বালিশ ফ্ল্যাটে তুলতে খরচ ৭৬০ টাকা! রূপপুর প্রকল্পে রাঁধুুনির বেতন ৮০ হাজার, গাড়ি চালকের ৯২ হাজার! এ নয়, বি গ্রেড পেয়েছেন পূজা চেরি এসএসসি রেজাল্ট পেয়ে মন খারাপ দীঘির দাম বেড়ে গোল্ডলিফ ১৬, বেনসন ২০ টাকা হতে পারে তিন মাস চাকরি নেই, সন্তানের জন্য দুধ চুরি করলেন বাবা শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত উবার চালিত গাড়িতে কিশোরীকে দু’দফা ধর্ষণ, লজ্জায় আত্মহত্যা আছড়ে পড়ছে টর্নেডো, ভিডিও ভাইরাল ঘূর্ণিঝড় ফণীর লাইভ গতিপথ দেখুন (ভিডিও) মাশরাফিকে নিয়ে অশালীন স্ট্যাটাস দেয়ায় ডাক্তারদের ধুয়ে দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সন্তানের জন্য ৪৪ বছর ধরে বারো মাস রোজা রাখছেন মা শ্রীলঙ্কায় হামলার ভিডিও প্রকাশ ৩১ হাজার টাকায় বাইক নিয়ে আসল শাওমি ২০ বছরের বন্ধু বিএনপি জোট ছাড়লেন ‘হতবাক’ পার্থ ছোট পোশাকের নারীদের ধর্ষণ করতে বলে ভাইরাল (ভিডিও) ১২ বছরে বানানো ৫০০ কোটির প্রাসাদে থাকেনি ১ দিনও, রয়েছেন কারাগারে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেলেন হামদর্দের এমডি নিজের নানার বাড়ি গুঁড়িয়ে দিতে বললেন মাশরাফি ছাত্রলীগের নীতি-আদর্শ বিরোধী ১৭ জনের নাম প্রকাশ 'মিরাজ বিয়ে না করলে এই বাড়িতেই আত্মহত্যা করবো' স্কুলছাত্রীকে 'ধর্ষণ' করে ফেসবুকে ছড়িয়ে দিল দুই বন্ধু কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে ঘূর্ণিঝড় শুরু সুবীর নন্দীকে নিয়ে উড্ডয়নের পরই ফিরে এলো এয়ার অ্যাম্বুলেন্স ভারতে ৭০ ভাগ নারী পরকীয়া করে! সুবীর নন্দী আর নেই রমজানে প্রকাশ্যে খাবার খেলেই কারাদণ্ড এক শর্তে ভারতে ফিরবেন জাকির নায়েক যে ৪৭ হাজার ‘মুক্তিযোদ্ধার’ ভাতা বন্ধ হচ্ছে শ্রীলঙ্কায় বোমা হামলার দায় স্বীকার এনটিজে'র বিনা মূল্যে ধান কেটে দিচ্ছেন স্কাউট সদস্যরা প্রেমিককে ভিডিও কলে রেখে ইডেন ছাত্রীর আত্মহত্যা সন্তানের জন্য ‘দুধ চুরি’ করা সেই বাবাকে চাকরি দিল স্বপ্ন ঢাকায় ফণীর প্রভাব শুরু গার্মেন্টস পরিচালক ‘খুবই দরিদ্র’ আহমদ শরীফকে তুলোধুনা ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ! কিশোরগঞ্জে ডাব গাছে আটকা পড়ল চোর, নামাতে লাগলো তিন বাহিনী 'মাশরাফি, প্রশ্নগুলো সংসদে করুন' যেসব এলাকায় আঘাত হানতে পারে ‘ফণী’ ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী বোট, আতঙ্কে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দামামা দিনে ৩৬ ডিম, ৫ কেজি মাংস, ৫ লিটার দুধ খান এই ব্যক্তি বাংলা ভাষায় আইএস’র পোস্টার, ‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ’ ফেসবুকে ছাত্রলীগ নেতাদের চাঞ্চল্যকর তথ্য ভাইরাল মন্ত্রিপরিষদে রদবদল বৌদ্ধপূর্ণিমায় বাংলাদেশে আইএস’র হামলার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের বিমানবালা ফারজানাকে রিমান্ডে চায় পুলিশ মঙ্গল থেকে ভেসে এলো গোঙানির শব্দ! (ভিডিও) বালিশ-কেতলি উঠানোর খরচ শুনে হাসলেন বিচারপতিরা
আরও সংবাদ...


somoytv subscribe
সময়ের সকল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh
Email: somoydigitalsomoynews.tv

Find us on

  Live TV DMCA.com Protection Status
উপরে