কোপা লিবারতোদোরেসের ফাইনালকে সামনে রেখে উৎসবের নগরী এখন স্পেনের মাদ্রিদ শহর। যদিও বোকা জুনিয়র্স ফরোয়ার্ড কার্লোস তেভেজ এমন আয়োজনকে কিছুটা অদ্ভুতুড়ে বলেই মন্তব্য করেছেন।
আগামী ৯ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, আর্জেন্টাইন কোপা লিবারতোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। শিরোপা নির্ধারণী এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের মুখোমুখি হবে রিভার প্লেট। ফাইনালের প্রথম লেগ শেষে বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালায় রিভার প্লেটের সমর্থকরা। এরই প্রেক্ষিতে ম্যাচটি আয়োজন করা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এরই মধ্যে ম্যাচ খেলতে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছে গেছে দুই দল। পছন্দের দলকে স্বাগত জানিয়েছে স্পেনে অবস্থানরত আর্জেন্টাইনরা।
মাদ্রিদ নিরাপত্তারক্ষী বাহিনী বলছে, শহরের ইতিহাসের সবচে ঝুঁকিপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি। একইসঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে তারা। আশা করা হচ্ছে, ছুটির দিন রোববারে ফাইনাল দেখতে অন্তত ২৫ হাজার আর্জেন্টাইন ভ্রমণ করবে স্পেনে। ম্যাচটিকে ঘিরে সাবেক রিয়াল তারকা ফার্নান্দো গ্যাগো উচ্ছ্বসিত হলেও, চিন্তিত কার্লোস তেভেজ।
তেভেজ বলেন, দেখুন, বোকা-রিভার ফাইনাল খেলতে হচ্ছে মাদ্রিদে, এটি আসলেই বিস্ময়কর। তবে পেশাদার ফুটবলার হিসেবে এসব আপনাকে মেনে নিতেই হবে। মূল বিষয়টি হচ্ছে, ম্যাচে কি হচ্ছে সে বিষয়ে মনোযোগ দেয়া।
গ্যাগো বলেন, এটি কিছুটা অদ্ভূতুড়ে তো বটেই। তবে আমার কাছে ভালো লাগছে। বার্নাব্যুতে পাঁচ বছর কাটিয়েছি। ঠিক পাঁচ বছর পর আবারো এখানে খেলতে নামবো।