ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়ে হয়েছে আরেক শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সাথে। গত ১২ ডিসেম্বর তারা গাঁটছড়া বাঁধেন।
দুই পরিবারের আত্মীয়, ঘনিষ্ঠজন এবং বন্ধুদের নিয়ে বিয়েতে অনুষ্ঠিত হয়েছে এলাহি আয়োজন। অতিথিদের জন্য ভাড়া করা হয় ২০০ প্লেন। বুকিং করা হয় শহরের সব পাঁচতারকা হোটেলে।
বিয়ের আগেই এক বিরাট উপহার পান ঈশা। অজয় পিরামল তার হবু পুত্রবধূকে ৪৫০ কোটি টাকার বাংলো উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
মুম্বাইয়ের ওড়লিতে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বাংলোটি। ২০১২ সালে হিন্দুস্থান ইউনিলিভারের ৫০ হাজার স্কয়ার ফিটের ওই বাংলো কিনে নিয়েছিলেন অজয় পিরামল।
গত ৮ ও ৯ ডিসেম্বর থেকে শুরু হয় বিয়ের সেলিব্রেশন। উদয়পুরে সাজানো হয় বর্ণিল সাজে।
অতিথিদের জন্য মুকেশ আম্বানি ভাড়া করেন ২০০ বিমান। সেগুলো ওঠানামা করে উদয়পুর বিমানবন্দরে। আর বিমানবন্দর থেকে অতিথিদের আয়োজনস্থলে নেয়ার জন্য ভাড়া করা হয় এক হাজার গাড়ি। শহরের সব পাঁচতারকা হোটেল বুকিং দিয়ে রাখা হয়।
প্রি-ওয়েডিং অনুষ্ঠানের ফটোগ্রাফির জন্য ভাড়া করা হয় ৮০ জন আলোকচিত্রীকে। প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথিদের জন্যই ৩০ থেকে ৫০টি অতিরিক্ত বিমান ওঠানামা করে উদয়পুর বিমানবন্দর থেকে।
স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। বেশ কয়েকজন নামিদামী সঙ্গীত শিল্পী গান গান। তবে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন মার্কিন পপ তারকা বিয়োন্সে পারফর্মেন্স।