আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের কালিন্দিতে প্রচারসভায় একথা বলেন মন্ত্রী।
এরআগে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন খাদ্যমন্ত্রী। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
পরে সমাবেশে অংশ নিয়ে মন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নির্বাচনের আগে জঙ্গিদের মদদ ও অর্থ জোগান দিচ্ছে বিএনপি। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি।