সাতক্ষীরায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। মেলায় প্রসাধনীসহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানীরা। এছাড়া ছোটদের জন্য রয়েছে নৌকা, নাগরদোলা আর ট্রেন। ৩শ বছরের এ মেলাকে ঘিরে পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলা সনের ভাদ্র মাসে সাতক্ষীরায় শুরু হয় মাসব্যাপি ঐতিহ্যবাহী গুরুপুকুরের মেলা। সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে সবই পাওয়া যায় এই মেলায়। এছাড়া কেনাকাটার পাশাপাশি মেলা উপভোগের জন্য রয়েছে নাগরদোলা, নৌকা ও ট্রেন।
প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এখানে। তাদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। তবে ৩শ বছরের পুরানো এ মেলার পরিধি কমে যাওয়ায় হতাশ দর্শনার্থীরা।
এদিকে, মেলাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার।
সনাতন ধর্মাবলম্বীদের মোনসা পুজার মধ্য দিয়ে ২১শে সেপ্টেম্বর শুরু হওয়া ঐতিহ্যবাহী এ মেলা চলবে আগামী ২১শে অক্টোবর পর্যন্ত।