একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কপি পাওয়ার পর বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা রায়ের কপি দেখবো। দেখে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা নেব।’
এ সময় তিনি আরো বলেন, ‘বিএনপির কর্মসূচিতে কোনো মানুষ নেই।’