নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বরিশালে ৮ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বরিশালে ৮ জন জেলেকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার জেলার বিভিন্ন নদী থেকে তাদের আটক করা হয়।
নৌপুলিশ জানায়, প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞার মধ্যে গোপনে অনেকই মা মাছ শিকার করার চেষ্টা চালায়। তাদের ধরতে বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। এ সময় কীর্তনখোলা ও আড়িয়াল খা নদী থেকে ৮ জন জেলেকে আটক করা হয়।
পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। নিষেধাজ্ঞাকালীন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।