চট্টগ্রামের গুলিতে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। এ ঘটনায় র্যাবের দুই কর্মকর্তাসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার(১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মুরাদপুরের রেলগেটে চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে র্যাব। এসময় গাড়ির ভেতরে থাকা সন্ত্রাসী অসীম রায় র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে শুরু বন্দুকযুদ্ধ। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন অসীম রায় বাবু।
এসময় র্যাব-৭ এর উপ অধিয়নায়ক স্কোয়াড্রন লিডার ফাহিম, মেজর হাসান ও দুই সিপাহী আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় অসীমের এক সহযোগী পালিয়ে যায়। নিহত অসীম রায়ের গাড়ি থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
এদিকে, নিহত অসীম রায় বাবু তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।