৪ হাজার ৬২ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসার ভূ উপরিস্থিত পানি শোধনাগার নির্মাণসহ ১৭ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১শ' ৯৩ কোটি টাকা।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও বাস ট্রাক টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স স্থাপন, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প।