তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ
একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভায় এ দাবি করেন বক্তারা। এ সময় মামলায় বেগম জিয়াকেও বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তারা। পাশাপাশি রায়ে তারেক রহমানের ফাসির আদেশ না হওয়ায় ন্যায় বিচার পাননি বলে মনে করছেন নেতারা।
সভা শেষে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল পল্টন প্রদক্ষিণ করে আবারো বঙ্গবন্ধু এভিনিউতে এসে শেষ।