জয়পুরহাটে নাশকতা পরিকল্পনার দায়ে জামায়াতের এক আমীরসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সদর উপজেলার ধলাহার উচ্চ বিদ্যালয় জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মসজিদে সরকার বিরোধী বৈঠক চলছে- এমন খবরে সেখানে অভিযান চালায় তারা। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও, ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুজ্জামানসহ ১৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কয়েকটি জঙ্গিবাদী বই।