চীনের জিনজিয়ান প্রদেশের উইগুর মুসলিমদের ওপর প্রায়ই নিপীড়নের অভিযোগ সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। রোজা পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে নানা বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার হয়েছে তাদের বিরুদ্ধে। মুসলমানরা যেসব পণ্যকে হালাল বলে অভিহিত করে সেসব পণ্যের বিরুদ্ধে এবার অভিযান শুরু হয়েছে প্রদেশটিতে।
সোমবার একটি সভায় দেশটির কমিউনিস্ট পার্টির নেতারা ‘হালালীকরণের’ বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, জিনজিয়ানে প্রায় ১০ লাখ মুসলিম উইগুরের বসবাস। তাদের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো একাধিক সময়ে উদ্বেগ প্রকাশ করেছে।