যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থীতার বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি এখনো প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেননি। তবে নির্বাচনে নিজের প্রার্থীতার সম্ভাব্যতাও প্রত্যাখ্যান করেননি তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে বিভেদ সৃষ্টি চেষ্টার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সামলোচনা করেন তিনি।