ফের ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার দেশটির জাভা ও বালি দ্বীপে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩ জনের মৃত্যু হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো জাভা দ্বীপ থেকে ৪০ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ জানায়, নিহত তিনজনই জাভা দ্বীপের বাসিন্দা। ভূমিকম্পে ভবন ধসে পড়লে তাদের মৃত্যু হয়। এর আগে গেল ২৮ সেপ্টম্বর দেশটিতে শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। ওই ঘটনায় এখন পর্যন্ত দুই হাজার ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।