শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসর। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে নিদাহাস ট্রফির সুখ স্মৃতি এবং সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে আত্মবিশ্বাস খুঁজছে টাইগাররা। অন্যদিকে, তারুণ্য এবং অভিজ্ঞদের সম্বন্বয়ে জয়ের প্রত্যাশা লঙ্কানদেরও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে ৫টায়।
এশিয়া কাপ । বাংলাদেশের ক্রিকেট আকাশে রহস্যময় এক অধ্যায়। কাছে এসেও বারবার হাত ফসকে যাওয়ায় জয়টা যেন হয়ে গেছে দূরের বাতিঘর। অধরা সে স্বপ্ন পূরণে এবার আপোসহীন বাংলাদেশ। নতুন ফরম্যাট আর ভিন্ন কন্ডিশন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ মানেই যেন এক ভিন্ন উন্মাদনা। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের আগে দৃশ্যপটে ঘুরেফিরে আসে টাইগারদের সাবেক গুরু চন্ডিকা হাথুরুসিংহের নাম। তার ভিন্ন কৌশল ও মন্ত্রবলেইতো বদলে গিয়েছিলো বাংলাদেশের ক্রিকেট। কিন্তু নানা কারণে সম্পর্কটা এখন বেশ তিক্ত। তাই শ্রীলঙ্কাকে হারাতে পারলেই যেন মিলবে হাথুরুকেও হারানোর আনন্দ।
তবে, প্রতিশোধ নয়। ভাল খেলার দিকেই মনোযোগ মাশরাফিদের। এ আসরে ভাল খেলে বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতিটাও সেরে ফেলতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, শ্রীলঙ্কা ভাল দল। তাদের বেশ কিছু ভাল মানের প্লেয়ার রয়েছে। তবে, আমরা নিজেদের সেরা খেলা ম্যাচ জয় লাভ করবো। সামনে বিশ্বকাপ, সেই ধারাবাহিকতায় বজায় রেখে আমরা ম্যাচ অনুযায়ী এগিয়ে যেতে চাই।
ইনজুরির কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত সাকিব আল হাসান। তার উপস্থিতি মানেইতো ড্রেসিংরুমে সবার মাঝে বাড়তি আত্মবিশ্বাস। সে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ জয়ের স্মৃতি মাশরাফিদের যোগাচ্ছে ভাল খেলার অনুপ্রেরণা।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অধিনায়ক মাশরাফীর সঙ্গে মোস্তাফিজ ও রুবেল
তিন পেসার নিয়ে খেলার কথা বাংলাদেশ দলের। ওপেনিংয়ে তামিমের সঙ্গি হচ্ছেন লিটন এটা প্রায় নিশ্চিত। একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিথুন কিংবা আরিফুলকেও।
বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া বইলেও ম্যাচের আগে লঙ্কানদের ডেরায় বয়ে গেছে কালবৈশাখীর ঝরো হাওয়া। ইনজুরির কারণে আগেই ছিটকে পড়েছেন টেস্ট অধিনায়ক দিনেস চান্ডিমাল। এরপর ঝরে পড়েন অলরাউন্ডার ধানুসকা গুনাথিলাকা। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার কারণে প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকবেন আকিলা ধনাঞ্জয়াও। তবে, তাদের শূণ্যতা পূরণে ভূমিকা রাখতে চান অভিজ্ঞ ম্যাথুজ ও মালিঙ্গারা।
অ্যাঞ্জেলো ম্যাথুজ বলেন, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে কঠিন প্রতিপক্ষ। এছাড়াও নিদাহাস ট্রপিতে তারা ফাইনাল খেলেছে। আশা করি আগামীকালে ম্যাচটি বেশ লড়াই হবে।
একদিনের ক্রিকেটে দু'দলের মুখোমুখি দেখায় ৩৬ জয় নিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ৬ বার জয় পেয়েছে বাংলাদেশ।