কলকাতা সহ পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে রাজ্যটির উত্তরবঙ্গ তথা শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়িতে কম্পন অনেক বেশি অনুভূত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
যদিও এই রিপোর্ট লেখার সময় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ২৫ থেকে ৩০ সেকেন্ডের স্থায়ী কম্পনে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অফিস টাইমের মধ্যে হওয়া অনেক অফিসে জরুরি ঘণ্টা বেজে ওঠে। অনেকেই বহুতল ভবন থেকে নেমে পড়েন।
কলকাতার আইটি সেক্টর সল্টলেক নিউটাউনেও একই রকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর কলকাতার দিকেও আতঙ্ক ছোটছুটির খবর মিলছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাশ জানান, কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলেমিটার গভীরে অাসমের কোকরাঝাড়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। বেশ কয়েক সেকেণ্ড এই কম্পন অনুভূত হয়।