এক সময়ের অবিভক্ত বাংলার ভাওয়ালের রাজার জীবন কাহিনী নিয়ে নির্মিত 'এক যে ছিল রাজা' ছবিটি ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে। গতকাল এর ট্রেলার মুক্তি দেয়া হয়। কলকাতার সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর ভাওয়ালের রাজার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
মধ্য কলকাতার ১১২ রিপন স্ট্রিটের বাড়িটি ইতিহাসের সাক্ষী। এখানেই ভাওয়ালের রাজা রামেন্দ্র নারায়ণ রায় জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর একজন শিকারির ছদ্মবেশে উঠেছিলেন।
এবং এখান থেকেই তার বিরুদ্ধে ব্রিটিশদের করা মামলা লড়েন। তার মৃত্যুও হয় এই বাড়িতেই। যা এখন কলকাতা পুলিশের ট্রাফিক সদর দফতরের পাশাপাশি মিউজিয়ামও।
ভাওয়ালের সেই রাজার জীবনের নানা রহস্য নিয়েই সৃজিত মুখোপাধ্যায়ের নির্মিত ছবি 'এক যে ছিল রাজা।' এই ছবির কথা বলতে গিয়ে তিনি বারবার অভিনেত্রী জয়া আহসানের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, এ ছবিতে শুধু অভিনেত্রীই ছিলেন না জয়া। ভাওয়াল রাজার বিভিন্ন তথ্যেও জোগাড় করে দিয়েছেন তিনি।
নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বলেন, 'এই ছবিটা যখন পরিকল্পনা হল, তখন প্রথম যে মানুষ জানতে পারেন,সে হল জয়া। জয়া প্রচণ্ড সাহায্য করেছে। তিনি এই ছবিতে অভিনেত্রী নন, সে এই ছবির এই অনেক তথ্য সংগ্রহকারীও।'
সৃজিতের সুরেই সুর মেলালেন জয়া। বলেন, ভাওয়ালের রাজার জীবন নিয়ে কাজ করতে পারাটা তার কাছে অনেক সৌভাগ্যের। একইসঙ্গে ভাওয়ালের রাজার চরিত্রে অভিনয় করে নিজের অভিজ্ঞতার কথা জানান যিশু সেনগুপ্ত।
অভিনেত্রী জয়া আহসান বলেন, 'এই ভাওয়াল গড়, শালবন ইত্যাদি আমরা শুটিংয়ে কিন্তু এসব জায়গাতেই যাই। আমি একটু কিছু তথ্য ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছিলাম।'
যিশু জানান, আমি মানুষ এইটুকুন জানি, মানুষ হিসেবে কাজ করতে ভালই লেগেছে। ইতিহাসের একটি অংশ হতে পেরে ভালই লেগেছে।'
এ ছবিতে ভাওয়ালের সন্ন্যাসী রাজার মামলার আইনজীবী হিসাবে অভিনয় করেছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। নতুনদের অভিনয়ে মুগ্ধতার কথা জানালেন তিনি।
অভিনেত্রী অপর্না সেন বলেন, 'আমরাও এখানে অভিনয় করে আনন্দ পেয়েছি। আর নতুনদের অভিনয়ে আমি মুগ্ধ।'
আগামী ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবিতে অঞ্জন দত্ত, রুদ্রনীল ছাড়াও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন।