ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের রেষারেষিতে প্রাণ গেলো এক ইজিবাইক চালকের। প্রতিবাদে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার 'পুনিয়াউট চৌরাস্তা' এলাকায় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আশুগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি বাস একটি অপরটিকে ওভারটেক করার চেষ্টা করছিলো। এ সময় শহরমুখী একটি ইজিবাইককে চাপা দেয় দিগন্ত পরিবহনের বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মানিক মিয়ার মৃত্যু হয়। এদিকে, দুর্ঘটনায় নিহতের খবরে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। বিক্ষোভ ও অবরোধের কারণে, সড়কের দু'পাশে চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।