রজার্স কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা হলোনা নোভাক জোকোভিচের। গ্রিসের স্টেফানোস সিটসিপাসের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন তিনি। এদিকে, নারীদের এককে রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিচেঙ্কোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন রোমানিয়ার সিমনা হ্যালেপ।
উইম্বলডন জয়ের পর বেশ ভালোই কাটছিলো জোকোভিচের সময়। একের পর এক জয় তুলে নিচ্ছিলেন তিনি। রজার্স কাপেও শিরোপা জয়ের আভাস দিচ্ছিলেন। তবে, ৪র্থ রাউন্ডের ম্যাচে হোঁচট খেতে হলো জোকোকে। গ্রিক প্রতিপক্ষ স্টেফানোসের বিপক্ষে প্রথম সেট ৬-৩ গেমে হারের পর দ্বিতীয় সেটে কিছুটা চাপ সৃষ্টি করে টাইব্রেকারে ৭-৬ গেমে জিতে নেন জোকো। তবে, পরের সেটেই ৬-৩ গেমে হেরে আসর থেকে বিদায় নেন সাবেক এই বিশ্বসেরা। এদিকে, আসরের নারী এককের দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার আনাস্তাসিয়ার বিপক্ষে ৭-৬, ৪-৬ ও ৭-৫ গেমে জিতে তৃতীয় রাউন্ডে ওঠেন রোমানিয়ান তারকা সিমনা হ্যালেপ।