জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৬টি উপজেলা থেকে বাছাইকৃত ১২ জন প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।