যশোরে মুক্তিযোদ্ধা পরিবারের ২শ ২৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি, স্বাধীনতা বিরোধীদের রুখতে নতুন প্রজন্মকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
এসময় ভারতীয় দূতাবাসের সহকারি হাইকমিশনার রাজেশ কুমার রায়না, জেলা প্রশাসক হোসাইন শওকতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার মুক্তিযোদ্ধা পরিবারের ২শ ২৭জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেয়া হয়।