উইম্বলডনের এবারের আসরের নারী এককের ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার।
সন্তান জন্মের পর ফিরেই চমক দেখাচ্ছেন সেরেনা। মা হওয়ার পর এটি তার চতুর্থ টুর্নামেন্ট। সেমিফাইনালে তার কাছে একরকম উড়ে গেছেন জার্মানির জুলিয়া গর্জেস।
প্রথম সেট ৬-২ গেমে জয়ের পর, দ্বিতীয় সেটেও ১৯ বছর বয়সী তারকার বিপক্ষে আধিপত্য ধরে রাখেন সেরেনা। ৬-৪ গেমের জয়ে দাপটের সঙ্গে পা রাখেন ফাইনালে।
আরেক সেমিফাইনালে ইয়েলিনা ওস্তাপেঙ্কোর বিপক্ষেও একপেশে জয় পেয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার। যে কোন আসরেই এটি দুই তারকার প্রথম সাক্ষাত।
প্রথম ম্যাচেই ওস্তাপেঙ্কোর বিপক্ষে ৬-৩ ও ৬-৩ গেমের জয় পেয়েছেন কেরবার। এর আগে ২০১৬ সালের উইম্বলডনের ফাইনালেও খেলেছিলেন এ দুই তারকা। সেবার সেরেনার কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন কেরবার।