বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। হেক্সা শিরোপার স্বপ্ন ভেঙে গেছে। আসরে দারুণ খেললেও বেলজিয়ামের বিপক্ষে শেষ হাসিটা হাসতে পারেনি তিতের শিষ্যরা। যদিও লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছে সেলেকাওরা। তবে দলের সেরা তারকা নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন।
রাশিয়ায় প্রত্যেকটা রাতে তাকে ঘুমাতে হয়েছে পাহাড় সমান সমালোচনার বোঝা নিয়ে। বিশ্বকাপের এসব সমালোচনা তার গোটা ক্যারিয়ারের সব অর্জনকে ঢেকে দিয়েছে। এমনটাই মত ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফু।
'আমরা সবাই তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছি কারণ, সে অসাধারণ একজন খেলোয়াড়। আমরা মাঠে তার কাছ থেকে ভিন্ন কিছু আশা করেছিলাম।'
'এটা খুবই স্বাভাবিক আর একারণেই যা কিছু হয়েছে সে সবকিছুর সমালোচনাই তার উপর পড়ছে। তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। দুর্দান্ত একজন ফুটবলার হিসেবে তার কাছ থেকে মানুষের যে প্রত্যাশা সে তুলনায় সামান্য খারাপ হয়েছে।'
[আরও পড়ুন....এই ক্রোয়েশিয়া বাংলাদেশেরও নিচে ছিলো]
রাশিয়া বিশ্বকাপে নেইমারকে ঘিরে স্বপ্ন দেখছিলো ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সবকিছু ঠিকই ছিলো। তবে বেলজিয়ামের বিপক্ষে ওই ম্যাচের ১৩ মিনিটে ফারনান্দিনহোর আত্মঘাতী গোলের পর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনির গোলে পিছিয়ে যায় ব্রাজিল। আধা ঘন্টায় ২ গোলে পিছিয়ে পড়ার পরেও দুর্দান্ত লড়াই করেছেন নেইমার, পাওলিনহো, মার্সেলোরা। ৭৬ মিনিটে অগাস্টো ব্যবধান কমালো শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো অধিনায়ক কাফু বলেন, 'বর্তমান সময়ের ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে নেইমার সেরা। তবে, মাত্র ৩০ মিনিটের জন্য আমরা তার পুরো ক্যারিয়ারের যতো অর্জন সবকিছু নিয়ে প্রশ্ন তুলছি।...বাছাইপর্ব এবং সবগুলো প্রীতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর বিশ্বকাপে এসেছিলো ব্রাজিল। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ৩০ মিনিট গত চার বছরের সবকিছু শেষ করে দিয়েছে।'
তিনি আরও বলেন, 'বিশ্বকাপ এমনই যে এটা আপনাকে ক্ষমা করবে না কিন্তু সে অত্যন্ত স্মার্ট এবং অবশ্যই ঘুরে দাঁড়াবে।'
ঘুরে দাঁড়ানোর জন্য খুব দ্রুতই বড় একটি সুযোগ পেয়ে যাচ্ছে ব্রাজিল। ২০১৯ সালে ঘরের মাটিতে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর। নেইমারদের আপাতত লক্ষ্য সেটাই।